ইংল্যান্ডের ৪ উইকেটের পতন


প্রকাশিত: ০৮:২৭ এএম, ০৯ মার্চ ২০১৫

বাংলাদেশের দেয়া ২৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৯৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারিয়েছে ইংল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ২০ ওভারে ৯৭ রান।

মাশরাফির বলে আউট হওয়ার আগে অ্যালেক্স হেলস করেন ২৭ রান। এর আগে মঈন আলী ১৯ রান করে আউট হয়েছেন। ইয়ান বেল ৪৯ আর জো রুট ০ রান নিয়ে ব্যাট করছেন। এর আগে মাহমুদউল্লাহর ইতিহাস গড়া সেঞ্চুরির উপর ভর করে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে টস হেরে ব্যাট করতে নেমে সাত উইকেটে ২৭৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।

আউট হওয়ার আগে মাহমুদউল্লাহ করেন ১০৩ রান। দলীয় ৮ রানে ইমরুল কায়েস ও তামিম ইকবালের উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এর পর দলের হাল ধরেন সৌম্য সরকার আর মাহমুদউল্লাহ। দুজনে মিলে ৮৬ রানের জুটি করে প্রথমিক বিপর্যয় কাটিয়ে তোলেন।

আউট হওয়ার আগে সৌম্য ৪০ আর সাকিব করেন ২ রান। এরপর মুশফিককে সাথে নিয়ে ১৪১ রানের জুটি গড়ে তোলেন মাহমুদউল্লাহ। আউট হওয়ার আগে মুশফিক করেন ৮৯ রান। শেষ দিকে সাব্বির ১৪ রান করলে ২৭৬ রানের লক্ষ্য দাঁড়ায় ইংলিশদের সামনে। ইংল্যান্ডের পক্ষে অ্যান্ডারসন নেন ২ উইকেট।

এমআর/এআরএস/আরআইপি

আরআইপি



পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।