ইতিহাসের পাতায় মাহমুদউল্লাহ


প্রকাশিত: ০৭:০২ এএম, ০৯ মার্চ ২০১৫

পঞ্চম বিশ্বকাপে এসে টাইগারদের পক্ষে প্রথম সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ানডে ক্রিকেটেও মাহমুদউল্লাহর প্রথম সেঞ্চুরি এটি।  

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। মাত্র ৮ রানেই দুই ওপেনার তামিম আর ইমরুলকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এরপরই একপ্রান্তে একাই দাঁড়িয়ে যান মাহমুদউল্লাহ  রিয়াদ।

সৌম্যকে সাথে নিয়ে তুলে নেন ক্যারিয়ারের ১৩তম হাফ সেঞ্চুরি ৬৯ বলে।  এরপর সৌম্য ৪০ রান করে আউট হলেও মুশফিকের সাথে জুটি করে বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরির ইতিহাস গড়েন এই টাইগার ব্যাটসম্যান। ৭ চার আর ২ ছয়ে সেঞ্চুরি পূর্ণ করে ১০৩ রানে আউট হন তিনি।

খেলা শেষে তাই জয়ের আনন্দে আরো একটু বাড়তি প্রাপ্তি হিসেবে ম্যাচ সেরা পুরস্কারটাও তার হাতেই ওঠে।

এমআর/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।