মুশফিকের হাফ সেঞ্চুরি
শুরুটা ভালো হয়নি টাইগারদের। মাত্র ৮ রানেই দুই ওপেনার তামিম আর ইমরুলকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এরপরই একপ্রান্তে একাই দাড়িঁয়ে যান মাহমুদুল্লাহ রিয়াদ। তুলে নেন ক্যারিয়ারের ১৩তম হাফ সেঞ্চুরি ৬৯ বলে।
মাহমুদুল্লাহর পর হাফ সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। ৫০ বলে ৫০ করেন তিনি। মুশফিক ও মাহমুদউল্লাহর ব্যাটিংয়ে ভর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মুশফিক ৫০ রান করার পথে ৪টি চার মারেন।
সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে চাপে আছে ইংলিশরা। আর এই সুযোগকেই শতভাগ কাজে লাগাতে চান টাইগার অধিনায়ক মাশরাফি।
বাংলাদেশ দলে দুটো পরিবর্তন এসেছে। বিজয়ের জায়গায় ইমরুল ও নাসির হোসেনের জায়গায় আরাফাত সানিকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। একইভাবে, ইংলিশ শিবিরেও এসেছে কিছু পরিবর্তন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আরাফাত সানি, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ।
ইংল্যান্ড একাদশ: ইয়ন মর্গান, মঈন আলি, জেমস অ্যান্ডারসন, ইয়ান বেল, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, অ্যালেক্স হেলস, ক্রিস জরডান, জো রুট, জেমস টেইলর, ক্রিস ওকস।
এআরএস/আরআইপি