পাকিস্তানকে ২৩১ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ


প্রকাশিত: ০৮:৫১ এএম, ১৮ ডিসেম্বর ২০১৬

জিতলে সেমিফাইনাল নিশ্চিত, হারলে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান- সিঙ্গাপুরের ম্যাচের দিকে। এমন সমীকরণের ম্যাচে এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ২৩০ রান করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন অফিফ হোসেন।

টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। শাহ আফ্রাদির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পরে ৫ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান। দলীয় ১০০ রানে ৪ উইকেট হারিয়ে চাপা পরা বাংলাদেশের হাল ধরেন আফিফ হোসেন। পঞ্চম উইকেটে মোহাম্মদ রাকিবকে সঙ্গে নিয়ে ৭৭ রানের জুটি গড়েন বাঁহাতি এই ব্যাটসম্যান।

এরপর ব্যক্তিগত ৮০ রান করে উমের খানের বলে মোহাম্মদ মহসিনকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান। শেষ দিকে আর কেউ না দাঁড়াতে পারলে ২৩০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।