র‌্যাংকিংয়ে ছয়ে ওঠার হাতছানি মাশরাফিদের


প্রকাশিত: ০৩:২০ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৬

বিশ্বকাপের পর থেকেই দুর্দান্ত খেলছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারলেও এর আগে ঘরের মাঠে জিতে নেয় টানা ছয় সিরিজ। এবার দেশের বাইরে নিজেদের প্রমাণের অপেক্ষা মাশরাফিদের। আর প্রথমেই মাশরাফি-সাকিবদের সামনে নিউজিল্যান্ড। আর তিন ম্যাচের এ ওয়ানডে সিরিজ জিতলেই শ্রীলঙ্কাকে টপকে র‌্যাংকিংয়ে ছয়ে ওঠে যাবে বাংলাদেশ।

আইসিসির সদ্য প্রকাশিত ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশ আছে সেই সাত নম্বরে। লাল-সবুজের দেশটির নামের পাশে জমা আছে ৯৫ রেটিং পয়েন্ট। একধাপ ওপরে থাকা শ্রীলঙ্কার সংগ্রহ ১০১। নিউজিল্যান্ড সফরে সিরিজ জিতলে পরিবর্তন আসবে র‌্যাংঙ্কিংয়ে, পিছয়ে যাবে শ্রীলংকা।

আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পূর্ণাঙ্গ সিরিজে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ। স্বাগতিক নিউজিল্যান্ড চূড়ান্ত দল ঘোষণা করলেও বাংলাদেশ এখনো চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।