মোস্তাফিজকে রেখে দিলো হায়দরাবাদ সাকিবকে কলকাতা


প্রকাশিত: ১১:০৫ এএম, ১৭ ডিসেম্বর ২০১৬

ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের দশম মৌসুম শুরুর আগে দলগুলোকে খেলোয়াড় ছাড়ার জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল। এই সময়ের মধ্যে বিভিন্ন দল ৪০ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। তবে বাংলাদেশের দুই তারকা সাকিব আর মোস্তাফিজের ওপর ভরসা রেখেছে তাদের দলগুলো। কলকাতা রেখে দিয়েছে সাকিবকে আর ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমানকে রেখে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।  

২০১১ সালে কেকেআরের হয়ে সাকিবের আইপিএল যাত্রার শুরু। প্রথমবার নিলামে ওঠার পর থেকে আর তাকে ছাড়েনি কলকাতা। কলকাতার হয়ে ৪২টি ম্যাচ খেলেছেন। ২১.৬০ গড়ে করেছেন ৪৯৭ রান, ২৪.৮৮ গড়ে নিয়েছেন ৪৩ উইকেট। সাকিব ছাড়া বাংলার এই দলে বাঙালি খেলোয়াড় আর কেউ নেই।

এদিকে প্রথমবারের মতো গত বছর আইপিএল খেলতে গিয়ে মোস্তাফিজ সবার নজর কেড়েছেন বোলিং দিয়ে। হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করতে ২৪.৭৬ গড়ে নিয়েছিলেন ১৭ উইকেট। হয়েছিলেন সে আসরের টুর্নামেন্ট সেরা উদীয়মান ক্রিকেটার।  

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।