মঈন আলির সেঞ্চুরিতে প্রথম দিনটা ইংল্যান্ডের


প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৬

মুম্বাই টেস্টে নাটকীয় জয়ের মধ্য দিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। চেন্নাই টেস্টে তাই দু’দল মুখোমুখি হয়েছে নিয়মরক্ষার লড়াইয়ে। যদিও এই টেস্টে লজ্জা বাঁচানোর জন্য লড়াই করবে ইংল্যান্ড। আর ভারতের লক্ষ্য থাকবে ৫ টেস্টের সিরিজে ৪-০ ব্যবধানে জয়।

এমনই সমীকরণ সামনে রেখে চেন্নাইর এম চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত এবং ইংল্যান্ড। টস জিতে ব্যাট করতে নেমে মঈন আলির সেঞ্চুরিতে বেশ ভালো অবস্থানেই রয়েছে ইংলিশরা।

প্রথম দিন শেষে ইংল্যান্ডের রান দাঁড়াল ৪ উইকেট হারিয়ে ২৮৪। মঈন আলি অপরাজিত রয়েছেন ১২০ রানে। জো রুট আউট হয়েছে ৮৮ রান করে। জনি বেয়ারেস্ট ১ রানের জন্য হাফ সেঞ্চুরি বঞ্চিত হন। ৪৯ রান করে আউট হন তিনি।

যদিও অ্যালিস্টার কুক আর জেনিংসের উইকেট হারিয়ে শুরুতে বিপদে পড়েছিল ইংল্যান্ড; কিন্তু জো রুট আর মঈন আলির ১৪৬ রানের জুটির ওপর দাঁড়িয়ে বড় স্কোর গড়ার স্বপ্ন দেখছে এখন ইংল্যান্ড। ভারতের পক্ষে তিন উইকেট নেন রবীন্দ্র জাদেজা এবং ১টি নেন ইশান্ত শর্মা।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।