থান্ডারের বিপক্ষে খেলছেন সাকিব-তামিম


প্রকাশিত: ০৪:২৬ এএম, ১৬ ডিসেম্বর ২০১৬

অস্ট্রেলিয়ায় নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই খেলতে নেমেছিল বাংলাদেশ। দলের দুই সেরা ক্রিকেটারকে ছাড়াই দুর্দান্ত এক জয় পেয়েছিলেন টাইগাররা। ওই ম্যাচে সিডনি সিক্সার্সকে ৭ উইকেটে বিধ্বস্ত করেছিলেন মাশরাফি-মুশফিকরা।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আজ শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টায় (স্থানীয় সময় সন্ধ্যা ৭টা) সিডনি থান্ডারের মুখোমুখি হবে বিসিবি একাদশ। এই ম্যাচে বাংলাদেশ দলে পরিবর্তন আসতে পারে। কারণ ওশেনিয়া মহাদেশের কন্ডিশনে কেমন করেন টাইগাররা? তা পরখ করে দেখতে পারে সফরকারীরা।

সে হিসেবে বিসিবি একাদশে ফিরতে পারেন সাকিব-তামিম। সিডনি থান্ডারের এক খবরে জানানো হয়েছে এমনটাই।

নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব-তামিম অটোমেটিক চয়েস, এটা বলা বাহুল্য। দলের অন্যতম সেরাও তারা। ওপেনিংয়ে তামিমের বিকল্প নেই! আর ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করতে পারদর্শী সাকিব। এই দুই তারকা একাদশে সুযোগ পেয়ে ভালো করতে পারলে আজ বিগ ব্যাশ চ্যাম্পিয়নদের হারানো সহজ হবে বাংলাদেশের।

প্রসঙ্গত, নিউনিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ার সিডনিতে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করছে বাংলাদেশ দল। সেখানে নিজেদের প্রস্তুত করছেন মাহমুদউল্লাহ-মিরাজরা। অস্ট্রেলিয়ায় ক্যাম্প শেষে নিউজিল্যান্ডে উড়ে যাবে বাংলাদেশ দল। কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন মাশরাফিরা। ক্রাইস্টচার্চে ২৬ ডিসেম্বর বক্সিং-ডে ওয়ানডে দিয়ে নিউজিল্যান্ড সিরিজ শুরু করবেন তারা।

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।