বিশ্ব একাদশের হয়ে খেলতে কাতারের পথে আশরাফুল


প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৬

কাতারের জাতীয় দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘ন্যাশনাল ডে ক্রিকেট কাপ।’ এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে অংশ নেবেন দুজন ক্রিকেটার। তারা হলেন- জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও পেসার মোহাম্মদ শরীফ।

বাংলাদেশের এই দুই তারকা খেলবেন বিশ্ব একাদশের হয়ে। তাদের প্রতিপক্ষ কাতার একাদশ। আশরাফুলদের দল বিশ্ব একাদশের অধিনায়কের দায়িত্ব পালন করবেন পাকিস্তানের বুমবুম খ্যাত শহিদ খান আফ্রিদি।

বিশ্ব একাদশের হয়ে খেলতে আজ বৃহস্পতিবার কাতার যাচ্ছেন আশরাফুল-শরীফ। কাতারের এই টুর্নামেন্টে নিজেদের সেরাটা ঢেলে দিয়ে আলো কাড়তে চাইবেন তারা। ক্রিকেটপ্রেমীদের বিনোদন দেয়াই হবে তাদের লক্ষ্য।

প্রসঙ্গত, আসন্ন ‘ন্যাশনাল ডে ক্রিকেট কাপ’-এ অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। ১৬ ডিসেম্বর মাঠে গড়াবে টি-টোয়েন্টি এবং ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ওয়ানডে ম্যাচ। আশরাফুলের খেলার কথা রয়েছে শুধু ওয়ানডে ম্যাচটি।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।