সাহসী সাত নারীর জীবন নিয়ে নাট্যালেখ্যর প্রদর্শনী


প্রকাশিত: ০১:১৮ পিএম, ০৭ মার্চ ২০১৫

ইউএন ওমেন আয়োজিত বিশ্বের সাত দেশের সাহসী সাত নারীর জীবনী নিয়ে ‘এসইভিইএন’ নাট্যালেখ্যর প্রদর্শনী হয়ে গেল গতকাল শুক্রবার রাতে। রাজধানীর ধানমন্ডিস্থ ছায়ানট থিয়েটারে এই প্রদর্শনী মঞ্চস্থ হয়।

বিশ্ব নারী দিবস ২০১৫ এবং ‘বেইজিং প্লাটফর্ম ফর অ্যাকশন’-এর ২০তম বার্ষিকী উপলক্ষ্যে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

বাসসের খবর- জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্বের সাতজন প্রখ্যাত নারী সাত সাহসী নারী চরিত্রে অংশ নেন। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার এবং কমনওয়েলথ পার্লামেন্টারী এসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী রাশিয়ার নারী আন্দোলনের কর্মী মারিনা পিসক্লাকোভা পার্কারের চরিত্রে অংশ নেন। নাট্যালেখ্যটি যৌথভাবে লিখেছেন পলা সিজমার, ক্যাথরিন ফিলু, গেইল ক্রেইগেল, ক্যারল কে ম্যাক, রুথ মারগার্ফ, আনা ডিভার, স্মিথ ও সুজান ইয়াংকোভিৎজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নাট্যালেখ্যটিতে নাইজেরিয়ার মানবাধিকারকর্মী হাফসাত আবিওলার চরিত্রে ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যানে ফুগল এসকেয়ার, কম্বোডিয়ার সাবেক মন্ত্রী মু সোচুয়ার চরিত্রে ভুটানের রাষ্ট্রদূত পেমা ছোডেন, গুয়াতেমালার সাবেক কংগ্রেস সদস্য আনাবেলা ডি লিওনের চরিত্রে নরওয়ের রাষ্ট্রদূত মেরেতে লুনডেমো, উত্তর আয়ারল্যান্ডের মাধবাধিকারকর্মী আইনেজ ম্যাককরম্যাকের চরিত্রে একশন এইডের এ দেশীয় পরিচালক ফারাহ কবীর, আফগানিস্তানের মানবাধিকারকর্মী ফরিদা আজিজির চরিত্রে বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনার্সের সভাপতি রোকিয়া রহমান এবং পাকিস্তানের প্রতিবাদী নারী ও শিক্ষা আন্দোলনের কর্মী মুখতার মাইয়ের চরিত্রে ব্রাজিলের রাষ্ট্রদূত ক্যাম্পোস ডা নোবরেগা অংশ নেন।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।