পাকিস্তানের নাটকীয় জয়


প্রকাশিত: ০৯:১৯ এএম, ০৭ মার্চ ২০১৫

উত্তেজনাপূর্ণ ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকাকে ২৯ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে বড় একটা বাধা পেরিয়ে গেলো পাকিস্তান। পাকিস্তানের দেওয়া ২৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩.৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২০২ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।

এর আগে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই কুইনটন ডি কককে হারালেও দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অন্য ওপেনার হাশিম আমলা ও ফাফ ডু প্লেসি। কিন্তু দশম ও একাদশ ওভারে দুজনকেই হারায় প্রোটিয়ারা। এরপর ওয়াহাব রিলি রুসোকে (৬) সোহেল খানের ক্যাচ বানানোর পর ডেভিড মিলারকে(০)এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রাহাত। ৭৭ রানে পঞ্চম উইকেট হারানো দক্ষিণ আফ্রিকার বিপদ বাড়িয়ে ২০তম ওভারে আউট হয়ে যান জেপি ডুমিনি।

দলের ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মধ্যে প্রায় একাই লড়াই চালিয়েছিলেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ৫৮ বলে ৭৭ রানের লড়াকু ইনিংস খেলে জয়ের অনেক কাছাকাছিও নিয়ে গিয়েছিলেন দলকে। কিন্তু জয় থেকে মাত্র ৩১ রান দূরে থাকার সময় সোহেল খানের বলে আউট হয়ে যান ভিলিয়ার্স। সেই সাথে জয়ের স্বপ্নও শেষ হয়ে যায় প্রোটিয়াদের।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে অকল্যান্ডের ইডেন পার্কে ব্যাট করতে নেমে মেসবাহ’র ৫৬ আর সরফরাজ আহমেদের ৪৯ রানের উপর ভর করে ২২২ রান সংগ্রহ করে পাকিস্তান। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ২৩২ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে স্টেইন নেন ৩ উইকেট।

ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়েছেন সরফরাজ আহমেদ।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।