জয়েসের সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের সংগ্রহ ৩৩১


প্রকাশিত: ০৭:৫৭ এএম, ০৭ মার্চ ২০১৫

কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে যাওয়ার লড়াইয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড। হোবার্টে টস হেরে ব্যাট করতে নেমে জয়েসের সেঞ্চুরির উপর ভর করে ৩৩১ রান সংগ্রহ করেছে আইরিশরা।

এদিন টস হেরে ব্যাটিংয়ের শুরুতেই হোচট খায় আইরিশরা। দলীয় ১৬ ও ব্যক্তিগত ১০ রানে সাজ ঘরের পথ ধরেন উদ্বোধনী ব্যাটসম্যান পল স্টার্লিং। কিন্তু এরপর জিম্বাবুয়ের বোলারদের হতাশার আগুনে পোড়াতে থাকে আইরিশ ব্যাটসম্যানরা।

তবে দলীয় ৭৯ ও ব্যক্তিগত ২৯ রানে অধিনায়ক পোর্টারফিল্ড আউট হলেও  বালবিরনির সাথে ১৩৮ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিতে থাকেন অ্যাড জয়েস। শেষ পর্যন্ত ১১২ রানে  জয়েস আর ৯৭ রানে থামে বালবিরনির ইনিংস। শেষ দিকে উইলসন ১৩ বলে ২৫ করলে ৩৩১ রানের বড় সংগ্রহ পায় আইরিশরা। জিম্বাবুয়ের পক্ষে চাতারা ও উইলিয়ামসন নিয়েছেন ৩ টি করে উইকেট।  

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।