বৃষ্টির পর পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শুরু
দ্বিতীয় দফা বৃষ্টির পর আবার শুরু হয়েছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। তবে বৃষ্টির জন্য ম্যাচটি ৪৭ ওভারে নেমে এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪২ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ২১৭ রান। অধিনায়ক মিসবাহ ৫৫ রান নিয়ে ব্যাট করছে।
এর আগে অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ভালোই শুরু করে পাকিস্তান। আহমেদ শেহজাদের সঙ্গে পাকিস্তানের ইনিংস ওপেন করতে নামেন সরফরাজ আহমেদ। দু’জনের আত্মবিশ্বাসী শুরট দেখেই মনে হচ্ছিল আজ দিনটা পাকিস্তানেরও হতে পারে। তবে নবম ওভারে কাইল অ্যাবটের বলে ডেল স্টেইনের অসাধারণ এক ক্যাচের শিকার হয়ে ফিরে যান ওপেনার আহমেদ শেহজাদ।
ওয়ানডাউনে ব্যাট করতে নামেন ইউনিস খান। তবে তাকে এক পাশে রেখে অপর পাশে বেশ মারমুখী ভুমিকায় অবতীর্ণ হন সরফরাজ আহমেদ। ডুমিনিকে এক ওভারে পর পর দুবার ছক্কাসহ তিনবার ওভার বাউন্ডারি মেরে পাকিস্তানের রানের চাকা অসাধারণভাবে বাড়িয়ে তোলেন।
কিন্তু সুখের সময় বেশিক্ষণ টেনে না মনে হয়। ডেভিড মিলার আর কুইন্টন ডি ককের চেষ্টায় শেষ পর্যন্ত রান আউট হয়েই ফিরে যান তিনি। ততক্ষণে তার নামের পাশে ৪৯ বলে ৪৯ রান। ৫টি বাউন্ডারি আর ৩টি ছক্কায় সাজানো তার ইনিংস।
দলীয় ১৩২ রানে ডি ভিলিয়ার্সের বলে ফিরে যান ইউনিস খানও। আউট হওয়ার আগে ৪৪ বলে খেলেন ৩৭ রানের এক ইনিংস। ৩২তম ওভারে কাইল অ্যাবটের শেষ বলে আউট হন শোয়েব মাকসুদ। ১৬ বলে ৮ রান করে ফেরেন তিনি।
৩৭তম ওভারের শেষ বলে মরকেলের বলে মিডউইকেটে খেলেন উমর আকমল। তার জোরে মারা শটটি অসাধারণ দক্ষতায় তালুবন্দী করে নেন এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার পক্ষে অ্যাবোট নেন ২ উইকেট।
এমআর/আরআইপি