টস হেরে ব্যাট করছে পাকিস্তান


প্রকাশিত: ০২:২৯ এএম, ০৭ মার্চ ২০১৫

বিশ্বকাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। টস হেরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১০৫ রান। ইউনুস খান ২৮ রান নিয়ে ব্যাট করছে।

এখন পর্যন্ত বিশ্বকাপে উভয় দলই চারটি করে ম্যাচ খেলেছে। তিনটিতে জিতে দক্ষিণ আফ্রিকা বি গ্রুপে দ্বিতীয় অবস্থানে আছে। অন্যদিকে দুইটি ম্যাচ জিতে চতুর্থ অবস্থানে আছে পাকিস্তান।

এর আগে ১৯৯২, ১৯৯৬ এবং ১৯৯৯ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান মুখোমুখি হয়। তিনবারই জয়ী হয় দক্ষিণ আফ্রিকা।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।