সৌরভকে পেছনে ফেললেন ধোনি


প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ০৬ মার্চ ২০১৫

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৮৩ রানের মামুলি টার্গেটকে কঠিন করে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে ভারত। পার্থের ওয়াকা গ্রাউন্ডে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে ৩৯ ওভার ১ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় ধোনিবাহিনী। তবে ক্যারিবীয়দের বিপক্ষে কষ্টের জয় পেলেও এর মাধ্যমে ভারতের সাবেক অধিনায়ক সৌরভকে পেছনে ফেলেছেন ধোনি।   

গত বিশ্বকাপে গ্রুপ লিগের শেষ ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত টানা চার ম্যাচ জিতেছিল ভারত ৷চলতি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে চার উইকেটে হারানোর ফলে এবারও টানা চার ম্যাচ জয় পেল ভারত। এ দু`য়ে মিলে বিশ্বকাপে টানা আট ম্যাচ অপ্রতিরোধ্য থাকল ধোনি বাহিনী। এর আগে ২০০৩-এ সৌরভের ভারত টানা আট ম্যাচ জয় লাভ করে।

অন্যদিকে, এদিনই বিদেশের মাটিতে সর্বাধিক ওয়ান-ডে ম্যাচ জেতানো অধিনায়ক হিসাবে নিজের নাম নথিভুক্ত করলেন ধোনি। এর আগে ৫৮টি ম্যাচ জেতানোর রেকর্ড ছিল সৌরভের। সাবেক অধিনায়ককে পেছনে ফেলে ধোনির দখলে এখন ৫৯ ম্যাচ জেতানোর রেকর্ড। পাশাপাশি ক্যারিবীয়দের হারিয়েই মহেন্দ্র সিং ধোনির মুকুটে আরও একটি পালক যুক্ত হয়েছে। ক্রিকেটের মহারণে ভারত অধিনায়ক হিসাবে সর্বাধিক ১১টি ম্যাচ জিতেছেন কপিল দেব। সেই আসনেইও চলে এলেন ধোনি৷

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।