অ্যাশেজে প্রথম দিবা রাত্রির টেস্ট


প্রকাশিত: ০৫:৩৪ এএম, ১৪ ডিসেম্বর ২০১৬

ক্রিকেটের সবচেয়ে আদি দ্বৈরথ অ্যাশেজে প্রথমবারের মত যুক্ত হচ্ছে দিবা-রাত্রির টেস্ট। মঙ্গলবার ইংল্যান্ড ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরের সময়সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ঘোষিত এই সূচি অনুযায়ী আগামী বছরের ২ ডিসেম্বরে অ্যাডিলেডের ওভালে অনুষ্ঠিত হবে অ্যাশেজের দিবা-রাত্রির টেস্ট।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেন, `টেস্টে ক্রিকেটের প্রতি অ্যাডিলেডের ক্রিকেটপ্রেমীদের ভালোবাসা সম্পর্কে আমরা অবগত। আর তাদের ভালোবাসার প্রতি সম্মান রেখেই আমরা প্রথমবারের মতো অ্যাশেজে দিবা-রাত্রির ম্যাচ হতে যাচ্ছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে অ্যাডিলেডে।`

অ্যাশেজের এবারের সূচি অনুযায়ী ব্রিসবেনের গ্যাবায় প্রথম টেস্টটি শুরু হবে ২৩ নভেম্বর থেকে। ২ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে আয়োজিত দ্বিতীয় ম্যাচটিই হবে দিবারাত্রির টেস্ট। সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচ খেলা হবে মেলবোর্ন ও সিডনিতে। তৃতীয় ম্যাচটি আয়োজন করার কথা পার্থের নতুন স্টেডিয়ামে। কিন্তু সেই স্টেডিয়ামের নির্মাণকাজ যদি যথাসময়ে সম্পন্ন না হয়, সেক্ষেত্রে ম্যাচটি আয়োজন করা হবে ওয়াকা স্টেডিয়ামে।

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পর ১৪ থেকে ২৮ জানুয়ারির মধ্যে পাঁচটি ওয়ানডে ম্যাচও খেলবে দুই দল।

অ্যাশেজের সূচি ২০১৭-১৮:

প্রথম টেস্ট, গাবা - নভেম্বর ২৩-২৭

দ্বিতীয় টেস্ট, অ্যাডিলেড ওভাল (দিবা-রাত্রি) ২-৬ ডিসেম্বর

তৃতীয় টেস্ট, পার্থ/ওয়াকা ১৪-১৮ ডিসেম্বর

চতুর্থ টেস্ট, এমসিজি ২৬-৩০ ডিসেম্বর

পঞ্চম টেস্ট, এসসিজি ৪-৮ জানুয়ারি

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।