সহজ লক্ষ্য কঠিন করে খেলছে ভারত
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৮৩ রানের মামুলি টার্গেট নিয়ে ব্যাট করছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ উইকেট হারিয়ে সহজ লক্ষ্যটাকে কঠিন করে ফেলছে ধোনিবাহিনী। ৩০ ওভার শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ১৩৫ রান।
অধিনায়ক ধোনির সঙ্গে ব্যাট করছে রবিচন্দ্র অশ্বিন। ১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে ক্যারিবীয়দের মতো শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। শুরুতে চতুর্থ ওভারের প্রথম বলেই ৯ রান করা শিখর ধাওয়ানকে স্লিপে স্যামির কাচ বানান জেরম টেলর।
ব্যক্তিগত পরের ওভার করতে এসে আরেক ওপেনার রোহিত শর্মাকেও তুলে নেন টেলর। ১৮ বলে ৭ রান করা রোহিত ক্যাচ দেন উইকেটকিপার দিনেশ রামদিনের হাতে। বিারট কোহলি ৩৩ রান করে আউট হন। ২২ রান করেন সুরেশ রায়না।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে ৪৪.২ ওভারে ১৮২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি জিতলেই দুই ম্যাচ বাকি থাকতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে ভারতের।
ভারত দল
রোহিত শর্মা, শেখর ধাওয়ান, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, সুরেশ রায়না, এমএস ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবিজন্দ্র অশ্বিন, মোহিত শর্মা, মোহাম্মদ সামিও উমেশ যাদব।
ওয়েস্ট ইন্ডিজ দল
ডোয়াইন স্মিথ, ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন (উইকেট কিপার), লেন্ডল সিমন্স, জোনাথান কার্টার, ড্যারেন স্যামি, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার (অধিনায়ক), কেমার রোচ ও জেরোমি টেইলর।
বিএ/পিআর