শচীনের প্রতিদ্বন্দ্বি ধোনি


প্রকাশিত: ০১:০২ পিএম, ০৬ মার্চ ২০১৫

শচীন টেন্ডুলকার না মহেন্দ্র সিংহ ধোনি? নাকি অন্য কেউ? কে হবেন সর্বকালের সেরা একদিনের ক্রিকেটার? আগামী সপ্তাহেই পাওয়া যাবে উত্তর। ‘ক্রিকেট মান্থলি’ নামের একটি অনলাইন ম্যাগাজিন সর্বকালের সেরা একদিনের ক্রিকেটার বাছাই করবে। সেখানেই চূড়ান্ত তালিকায় মনোনীত হয়েছেন পাঁচজন। তাদের মধ্যে ভারত থেকে লড়াইয়ে রয়েছেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার ও ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিংহ ধোনি।

এছাড়া একই তালিকায় আছেন- অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার অ্যাডাম গিলক্রিস্ট, পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ও ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ভিভ রিচার্ডস।

প্লেয়ার, ধারাভাষ্যকার ও ক্রিকেট লেখক মিলিয়ে বিশ্বের মোট ৫০ জন বিজেতা নির্বাচন করবেন। ক্রিকেটারদের মধ্যে রয়েছেন- ইয়ান চ্যাপেল, ক্লাইভ লয়েড, মার্টিন ক্রো, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং ও গ্রেম স্মিথ। ধারাভাষ্যকারদের মধ্যে আছেন- টনি কজিয়ার, মার্ক নিকোলাস, মাইক হাইসমান ও সঞ্জয় মঞ্জরেকর।

যে পাঁচজনকে চূড়ান্ত করা হয়েছে তারমধ্যে ব্যাটিং পরিসংখ্যান আর খেলার সময়সীমা দেখলে শচীন টেন্ডুলকারই এগিয়ে। ৪৪.৮৩ গড়ে ৪৬৩টি একদিনের ম্যাচে ১৮,৪২৬ রান করেছেন লিটল মাস্টার। ৪৯টি সেঞ্চুরি। প্রথম ব্যাটসম্যান হিসাবে বিশ্বক্রিকেটে ডাবল সেঞ্চুরির নজিরের মালিক শচীন।

অন্যদিকে, তালিকায় ধোনি একমাত্র ক্রিকেটার যিনি এখনও খেলছেন। পাশাপাশি বিশ্ব ক্রিকেটের ইতিহাসে ধোনিকে সেরা ‘ফিনিশার’ হিসাবে ইতিমধ্যেই মেনে নেওয়া হয়েছে। তবে এই দু’জনের সঙ্গে বাকি যাঁরা রয়েছেন তারাও নিজেদের কেরিয়ারে কীর্তি স্থাপন করেছেন নিজেদের বিভাগে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।