ওপেনারদের হারিয়ে চাপে ভারত


প্রকাশিত: ১১:৪৫ এএম, ০৬ মার্চ ২০১৫

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত। ১০ ওভারে ভারতে সংগ্রহ ২ উইকেটে ৪১ রান। বিরাট কোহলির সঙ্গে ক্রিজে আছেন আজিঙ্কা রাহানে।
 
১৮৩ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। চতুর্থ ওভারের প্রথম বলেই শিখর ধাওয়ানকে স্লিপে স্যামির কাচ বানান জেরম টেলর। ব্যক্তিগত পরের ওভার করতে এসে আরেক ওপেনার রোহিত শর্মাকেও তুলে নেন টেলর। ১৮ বলে ৭ রান করা রোহিত ক্যাচ দেন উইকেটকিপার দিনেশ রামদিনের হাতে। ভারতের রান তখন ২০।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে ৪৪.২ ওভারে ১৮২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি জিতলেই দুই ম্যাচ বাকি থাকতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে ভারত।
 
এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।