ছয় বলে ছয় ছক্কা হাঁকালেন বাঁধন


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ১৩ ডিসেম্বর ২০১৬

স্যার গ্যারি সোবার্স, রবি শাস্ত্রি, হার্শেল গিবস, যুবরাজ সিং থেকে সর্বশেষ আলেক্স হেলস। এরা সবাই বিশ্ব ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কা মারার কীর্তি গড়েছেন। এমনকি ঢাকা প্রিমিয়ার লিগেও ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন নাঈম ইসলাম।

ক্রিকেটের এত বড় বড় তারকার সঙ্গে ঠিক মেলানো যাবে না। কিংবা বড় কোনো মঞ্চও নয়। মঙ্গলবার ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সদস্যদের অংশগ্রহণে জাগো নিউজ-ডিএসইসি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টেও ছয় ছক্কা হাঁকানোর বিরল কৃতিত্ব গড়লেন যমুনা টিভির রেজোয়ান বাঁধন।

jamunaমওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দৈনিক আলোকিত বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে ওঠে যমুনা টিভি। বাঁধনের ঝড়ো ব্যাটিংয়ে ২২ রানের জয় নিয়েই শেষ চার নিশ্চিত করেছে দলটি। এদিন নিজেদের ইনিংসের পঞ্চম ওভারে বিধ্বংসী হয়ে ওঠেন বাঁধন। আলি হাসানের ছয় বলে ছয়টি ছক্কা হাঁকান তিনি।

শেষ পর্যন্ত দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন বাঁধন। ১০টি ছক্কা ও ১ টি চারের সাহায্যে এ রান করেন তিনি। তার ব্যাটে ভর করেই ১১৪ রানের বড় সংগ্রহ পায় যমুনা টিভি।

আরটি/জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।