সতর্কবার্তা পেলেন কোহলি


প্রকাশিত: ১০:৫০ এএম, ০৬ মার্চ ২০১৫

অনুশীলনের ফাঁকে সাংবাদিককে গালিগালাজ করায় বিরাট কোহলিকে সতর্ক করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআইর সচিব অনুরাগ ঠাকুর সম্প্রতি এক লিখিত সতর্কবার্তায় কোহলিকে ভবিষ্যতে এমন ধরণের আচরণ থেকে নিবৃত্ত থাকতে বলেছেন। খবর- হিন্দুস্থান টাইমস
 
ঘটনার সূত্রপাত মারডক ওভালে ভারতের অনুশীলনের পর। অনুশীলন শেষে ড্রেসিংরুমের দিকে যাওয়ার সময় হিন্দুস্থান টাইমসের এক সাংবাদিককে দেখে ক্ষেপে যান কোহলি। বেশ ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগালও করেন।
 
পরে জানা যায়, প্রেমিকা আনুশকা শর্মা ও তাকে নিয়ে সংবাদপত্রে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল। কোহলি মনে করেছিলেন, গালাগাল দেওয়া সাংবাদিকই সেই প্রতিবেদন লিখেছিলেন। তবে সেই সাংবাদিক আসলে প্রতিবেদনটি লেখেননি। এ খবর জানার পর পরিচিত এক সাংবাদিকের মাধ্যমে গালাগাল দেওয়া সাংবাদিকের কাছে ক্ষমা চান কোহলি।
 
এতে আরো চটে যান ওই সাংবাদিক। ক্ষমা তো নয়ই, উল্টো আইসিসির কাছে লিখিত অভিযোগ করে বসেন। তার পত্রিকা হিন্দুস্থান টাইমসও অভিযোগ জানায় ভারতীয় বোর্ডের কাছে।

এরপর থেকেই বিষয়টিকে নিয়ে যাতে আর বেশি জলঘোলা না করা হয়, তার জন্য বিসিসিআই দু’পক্ষকেই শান্ত করার চেষ্টা করে। কিন্তু তাতেও কোনও সুরাহা হচ্ছে না দেখে কোহলিকে বৃহস্পতিবার লিখিতভাবে সতর্কবার্তা পাঠানো হয়।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।