ভারতের টার্গেট ১৮৩
বিশ্বকাপে পুল `বি` এর ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও জেসন হোল্ডারের দল ওয়েস্ট ইন্ডিজ। পার্থের ওয়াকা গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় ম্যাচটি শুরু হয়।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিন্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ব্যাট করতে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে দলটি। পরে ড্যারেন স্যামি, জেসন হোল্ডার ও জেরমে টেইলরের দৃঢ়তায় একটু ঘুড়ে দাঁড়ায় ক্যারিবীয়রা।
শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৪৪ ওভার ২ বলে খেলে সব কটি উইকেট হারিয়ে ১৮২ রান করতে সক্ষম হয় ক্যারিবীয়রা। ১৮৩ রানের টার্গেট নিয়ে খেলতে নামবে ভারত।
সর্বোচ্চ ৫৭ রান করেন জেসন হোল্ডার। স্যামি ২৬ রান করে আউট হন। বিশ্বকাপের একমাত্র দ্বি-শতক করা ব্যাটসম্যান গেইলও দাঁড়াতে পারেননি ভারতের বোলারদের সামনে। গেইল ২১ রান করে বিদায় নেন। জোনাথান কার্টারও গেইলের বেশি করতে পারেননি।
ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোহাম্মদ সামি। উমেশ যাদব ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট লাভ করেন। রবিচন্দ্র অশ্বিন, মোহিত শর্মা নেন একটি করে উইকেট।
ভারত দল : রোহিত শর্মা, শেখর ধাওয়ান, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, সুরেশ রায়না, এমএস ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবিজন্দ্র অশ্বিন, মোহিত শর্মা, মোহাম্মদ সামিও উমেশ যাদব।
ওয়েস্ট ইন্ডিজ দল : ডোয়াইন স্মিথ, ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন (উইকেট কিপার), লেন্ডল সিমন্স, জোনাথান কার্টার, ড্যারেন স্যামি, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার (অধিনায়ক), কেমার রোচ ও জেরোমি টেইলর।
বিএ/পিআর