বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:১৬ এএম, ১২ ডিসেম্বর ২০১৬

২০১৫ সালটা স্বপ্নের মতো কাটে বাংলাদেশ ক্রিকেটের। ২০১৬ সালটাও খারাপ যায়নি। ঘরের মাঠে টানা ছয়টি সিরিজ জয়ের পর ইংলিশদের কাছে তা হাতছাড়া করলেও গত দুই বছরে প্রাপ্তিই অনেক। আর বিশ্বকাপ বাদে এর সবটুকুই এসেছে ঘরের মাঠে।

প্রায় আড়াই বছর পর আবার দেশের বাইরে সিরিজ খেলতে যাচ্ছেন টাইগাররা। ২৬ ডিসেম্বর বক্সিংডে ওয়ানডে দিয়ে শুরু হবে টাইগারদের নতুন চ্যালেঞ্জ। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন মাশরাফিরা।

নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ার সিডনিতে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করবেন টাইগাররা। একইসঙ্গে সেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবেন টাইগাররা। এর মধ্যে বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডার্সের বিপক্ষেও একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবেন মাশরাফিরা। অস্ট্রেলিয়ায় ক্যাম্প শেষে নিউজিল্যান্ডে উড়ে যাবে বাংলাদেশ দল।

এবার একনজরে দেখে নেয়া যাক বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি:

তারিখ

ম্যাচ

বাংলাদেশ সময়  

ভেন্যু

২৬-১২-২০১৬  

প্রথম ওয়ানডে

ভোর ৪টা  

ক্রাইস্টচার্স

২৯-১২-২০১৬

দ্বিতীয় ওয়ানডে  

ভোর ৪টা    

নেলসন

৩১-১২-২০১৬

তৃতীয় ওয়ানডে  

ভোর ৪টা

নেলসন

৩-১-২০১৭

প্রথম টি-টোয়েন্টি  

দুপুর ১২টা      

নেপিয়ার

৬-১-২০১৭

দ্বিতীয় টি-টোয়েন্টি  

সকাল ৮টা    

মাউন্ট মঙ্গানুই

৮-১-২০১৭

তৃতীয় টি-টোয়েন্টি    

সকাল ৮টা    

মাউন্ট মঙ্গানুই

১২-১৬ জানুয়ারি

প্রথম টেস্ট    

ভোর ৪টা    

ওয়েলিংটন

২০-২৪ জানুয়ারি

দ্বিতীয় টেস্ট    

ভোর ৪টা    

ক্রাইস্টচার্স


এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।