টাইগারদের ফোন করলেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০৫ মার্চ ২০১৫

তিনবার ফোন করে নিউজিল্যান্ডের নেলসনে অবস্থান করা বাংলাদেশ ক্রিকেট দলের খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে মাঠে আহত হন উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক বিজয়। প্রধানমন্ত্রী এনামুলের খোঁজ নিতে প্রথমবার ফোন করেন।

বিষয়টি জানিয়েছেন নেলসনে বাংলাদেশ দলের সঙ্গে থাকা বিসিবির সদস্য নাজমুল করিম টিংকু। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাইগারদের আরও দুইবার ফোন করে খোঁজ খবর নেন।

বাংলাদেশের বিরুদ্ধে স্কটল্যান্ডের বড় সংগ্রহ দাঁড় করানোর পর প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের মতো ফোন করেন। পরে বাংলাদেশ জয় পাওয়ার পর শেখ হাসিনা তৃতীয় দফায় ফোন করেন।

প্রধানমন্ত্রী ফোন করে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও মুশফিকুর রহিমের সঙ্গে কথা বলেন জানা যায়। উল্লেখ্য, বাংলাদেশের জয়ের পর প্রধানমন্ত্রী টাইগারদের অভিনন্দনও জানিয়েছেন।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।