চলতি মাসেই বিয়ের পিঁড়িতে হরভজন!


প্রকাশিত: ১০:৫২ এএম, ০৫ মার্চ ২০১৫

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতের ক্রিকেটার হরভজন সিংহ। এমনটাই জানা গেছে। সূত্র জানায়, চলতি মার্চ মাসেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই অফ-স্পিনার। পাত্রী, তাঁর দীর্ঘদিনের বান্ধবী বলিউড অভিনেত্রী গীতা বসরা।

যদিও প্রকাশ্যে কখনই সম্পর্কের কথা স্বীকার করেননি দুজনেই। তবে, জাতীয় দলের হয়ে হরভজনের খেলা থাকলে, গীতাকে প্রায়ই স্টেডিয়ামে দেখা যেত।

এদিকে পারিবারিক সূত্রে খবর, বিয়ের তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সম্ভবত, এমাসের মাঝামাঝি বিয়ে অনুষ্ঠিত হবে।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।