কোহলির রেকর্ড ডাবল সেঞ্চুরি


প্রকাশিত: ০৯:৩১ এএম, ১১ ডিসেম্বর ২০১৬

টেস্ট ক্যারিয়ারের শুরুর দিকটা তেমন সুবিধার ছিল না। তবে ওয়ানডেতে কিংবা টি-টোয়েন্টিতে হয়েছে তার উল্টো! এবার তিন ফরম্যাটেই নিজেকে প্রমাণ করলেন। তাছাড়া টেস্ট অধিনায়কের দায়িত্ব পেয়ে যেন উড়ছেন তিনি। গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। সমালোচনার জবাব দিচ্ছেন রীতিমতো।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ রোববার ইংল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন কোহলি। এর মধ্য দিয়ে গড়েছেন দারুণ রেকর্ডও। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে একই বছরে টেস্টে তৃতীয় ডাবল সেঞ্চুরি করলেন ভারতীয় অধিনায়ক।

কোহলির ডাবল সেঞ্চুরির ইনিংসে শতরানের দেখা পেয়েছেন মুরালি বিজয় ও জয়ন্ত যাদব। এই তিন তারকার ব্যাটিং নৈপুণ্যে নিজেদের প্রথম ইনিংসে ৬৩১ রান তুলেছে ভারত। ২৩১ রানের লিড পেয়েছে তারা। প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ৪০০ রান।

কোহলি সেঞ্চুরি পেয়েছিলেন আগের দিনই (শনিবার)। আজ রোববার ১৪৭ রানে অপরাজিত থেকে ব্যাট করতে নামেন। ৩০২ বলে পূর্ণ করেন ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি। এরপর খানিকটা ঝড়ো গতিতে ব্যাট করেন টিম ইন্ডিয়া অধিনায়ক। শেষ পর্যন্ত কোহলির ব্যক্তিগত ইনিংস থামে ২৩১ রানে। ক্রিস ওকসের শিকার হওয়ার আগে ৩৪০ বলে ২৫টি চার ও একটি ছক্কায় মহাকাব্যিক ইনিংসটি সাজান তিনি।

এদিন নয় নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেছেন জয়ন্ত যাদব। খেলেছেন ১০৪ রানের দুর্দান্ত এক ইনিংস। তার ২০৪ বলের ইনিংসটি ১৫টি চারে সমৃদ্ধ। জয়ন্ত শিকার আদিল রশিদের। ভুবনেশ্বর কুমার করেছেন ৯ রান। উমেশ যাদব অপরাজিত থাকেন ৭ রানে। আগের দিন ১৩৬ রানের ইনিংস দলকে উপহার দিয়েছিলেন মুরালি বিজয়।

ইংল্যান্ডের হয়ে চারটি উইকেট নেন আদিল রশিদ। দুটি করে উইকেট নিয়েছেন মঈন আলী ও জো রুট। আর জ্যাক বল ও ক্রিস ওকস দখলে নিয়েছেন একটি করে উইকেট।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।