ক্রিকেট দলকে খালেদার অভিনন্দন


প্রকাশিত: ০৮:৩২ এএম, ০৫ মার্চ ২০১৫

বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ দলের জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের নেলসনে বাংলাদেশ দলের ৬ উইকেটে জয়ের পর এ অভিনন্দন জানান তিনি।

চেয়ারপরসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বেগম জিয়ার পক্ষ থেকে এ অভিনন্দন বার্তা সাংবাদিকদের কাছে পৌঁছে দেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া তার অভিনন্দনবার্তায় বাংলাদেশ ক্রিকেটের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। জয়ের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্কটল্যান্ডের বিপক্ষে এই জয় এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের দ্বিতীয় জয়। এর আগে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১০৫ রানের জয় পায় টাইগাররা।

এমএম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।