ভারত-ওয়েস্ট ইন্ডিজ মাঠে নামছে শুক্রবার


প্রকাশিত: ০৮:২৭ এএম, ০৫ মার্চ ২০১৫

বিশ্বকাপ ক্রিকেটে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও ক্রিস গেইলের দল ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার অস্ট্রেলিয়ার পার্থে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায়।

কোয়ার্টার ফাইনালে খেলার পথে এগিয়ে যেতে দু’দলকেই জিততে হবে এই ম্যাচে। পুল `বি` থেকে তিন ম্যাচে সবক’টিতে জিতে শীর্ষে আছে ভারত।

এদিকে চার ম্যাচ খেলে দুই জয় নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে ক্যারিবিয়রা। বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়েই কোয়ার্টার ফাইনালে যেতে চায় ক্যারিবীয়রা।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে চায় ভারত, এমনটাই জানিয়েছেন অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।