তামিমের ৫ রানের আক্ষেপ


প্রকাশিত: ০৪:৫৬ এএম, ০৫ মার্চ ২০১৫

অনেক কাছাকাছি এসেও বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম শতক করার কৃতিত্ব দেখাতে পারলেন না ওপেনার তামিম ইকবাল। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে খেলায় ৯৫ রান করে আউট হন তামিম।

মাত্র পাঁচ রানের জন্য বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে শতক করতে পারলেন না তিনি। ১০০ বলে ১ ছয় ও ৯টি চারের সাহায্যে ৯৫ রান করে সাজঘরে ফিরে যেতে হয় তামিমকে।

যশ ডেভির বল তামিমের পায়ে লেগে বেরিয়ে গেলে এলবিডব্লিউয়ের আবেদন করা হয়। এতে আম্পায়ার আউট দিলে রিভিউ নেন তামিম। তবে রিভিউতেও হেরে যান তিনি।    

বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহণ করে ১৯৯৯ সালে। এরপর আরও পাঁচটি বিশ্বকাপে অংশগ্রহণ করে বাংলাদেশ। তবে এখন পর্যন্ত কারো শতক করার কৃতিত্ব নেই।

বিশ্বকাপের ১১তম আসর ও বাংলাদেশের পঞ্চম বিশ্বকাপে এসেও অধরাই রয়ে গেল দেশের হয়ে প্রথম শতক করার রেকর্ড।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।