বিপিএলে সাকিবের নতুন মাইলফলক


প্রকাশিত: ০৮:৩৮ এএম, ১০ ডিসেম্বর ২০১৬

রাজশাহী কিংসকে ৫৬ রানে হারিয়ে অধিনায়ক হিসেবে প্রথমবারের মত বিপিএলের শিরোপার স্বাদ পেয়েছেন সাকিব। আর এ ম্যাচে বল হাতে গড়েছেন নতুন এক মাইলফলক। ক্যারিবিয়ান তারকা কেভিন কুপারকে টপকে বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি এখন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এতেদিন বিপিএলে ৩৭ ম্যাচে ৬০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন কেভন কুপার। তবে ফাইনালে ২ উইকেট নিয়ে কুপারকে টপকে যান সাকিব। আর এই মাইলফলকে পৌঁছাতে সাকিব খেলেন ৪৮ ম্যাচ।

উল্লেখ্য, চলতি আসরে ১৪ ম্যাচ খেলে সাকিব নেন ১৩ উইকেট। আর ব্যাট হাতে করেন ২২৬ রান।  

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।