চার হাজারী ক্লাবে তামিম


প্রকাশিত: ০৩:১১ এএম, ০৫ মার্চ ২০১৫

চার হাজার রানের ক্লাবে প্রবেশের মাত্র ২৯ রান দূরে থেকে বিশ্বকাপ মিশন শুরু করলেওআফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সে লক্ষ্যে পৌঁছাতে পারেনি তামিম। অবশেষে স্কটল্যান্ডের বিপক্ষে সে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হলেন বাঁহাতি এ ওপেনার।

বিশ্বকাপের ‍এগারোতম আসরে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৯ রান করেন তামিম। বৃষ্টির কারণে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচ পণ্ড হয়। আর ২৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ব্যক্তিগত স্কোরবোর্ডে কোনো রান যোগ না করতেই সাজঘরে ফেরেন তামিম।
২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের ম্যাচে অভিষেক হয় তামিমের। এর আগে ১৩৭ ম্যাচ খেলা তামিম ১৩৬ ইনিংস ব্যাট করে সংগ্রহ করেন তিন হাজার ৯৯০ রান। চার শতক ও ২৭ অর্ধশতকের মালিক তামিমের ওডিআইতে সর্বোচ্চ স্কোর ১৫৪।

এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে চার হাজার রানের ক্লাবে প্রবেশের মাইলফলক স্পর্শ করেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।