হাসপাতালে বিজয়


প্রকাশিত: ০২:৪০ এএম, ০৫ মার্চ ২০১৫

নেলসনে পুল `এ`র ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন বাংলাদেশের ওপেনার এনামুল হক বিজয়। স্কটিশদের ব্যাটিং ইনিংসের ৩১ তম ওভারের শেষ বলে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে ব্যাথা পেয়েছেন তিনি। পরবর্তীতে নেলসনের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। হাসপাতালের ডাক্তাররা এনামুলকে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন তিনি খেলার উপযুক্ত কিনা।

তবে ম্যাচের এক ফাঁকে বাংলাদেশের বোলিং কোচ হিথ স্ট্রিক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে যা বলেছেন তাতে করে বিজয়ের ইনজুরির অবস্থা খুব একটা ভাল নাও হতে পারে।

শুধু এই ম্যাচে নয়, আগামী কয়েক সপ্তাহের জন্যও মাঠের বাইরে চলে যেতে হতে পারে এনামুলক হক বিজয়কে। যা বাংলাদেশের জন্য দুঃসংবাদ অবশ্যই। কেননা, কোয়ার্টার ফাইনালের পথ পরিষ্কার করতে এই ম্যাচে যেমন তেমন, আগামীতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারে পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে পড়বে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।