৩১৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ


প্রকাশিত: ০২:১৬ এএম, ০৫ মার্চ ২০১৫

স্কটল্যান্ডের দেওয়া ৩১৯ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬৬ রান। ব্যক্তিগত ২ রান করে আউট হয়ে গেছেন সৌম্য সরকার।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে কাইল কোয়েটজারের দেড় শতাধিক রানের সুবাদে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ৩১৮ রানের বিশাল স্কোর গড়ে স্কটল্যান্ড। ওপেনার কাইল কোয়েটজার করেন ১৩৪ বলে  ১৫৬ রান। যেটি আইসিসির সহযোগি দেশের খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ।
 
প্রথম ওভারে ৯ রান দেওয়ার পর তৃতীয় ওভারে ফিরেই মাহমুদুল্লাহর ক্যাচ বানিয়ে মাশরাফি তুলে নেন ক্যালাম ম্যাকলিওডকে। দলীয় ১৩ রানের মধ্যে ম্যাকলিওডই করেন ১১ রান।
 
উইকেটে খানিকটা থিতু হয় কাইল কোয়েটজার-হাশিম গার্ডিনারের দ্বিতীয় উইকেট জুটি। তবে দশম ওভারের পঞ্চম বলে গার্ডিনারকে ফিরিয়ে দিয়ে ফের উইকেটের পতন ঘটান তাসকিন আহমেদ। ১৯ রান করা গার্ডিনার কভারে সৌম্য সরকারের দারুণ ক্যাচের শিকার হন।
 
৩৮ রানে দ্বিতীয় উইকেট পতনের পর স্কটল্যান্ডকে এগিয়ে নেন কোয়েটজার-ম্যাচান জুটি। তাদের ৭৮ রানের তৃতীয় উইকেটে দলীয় শতক পেরোয় স্কটল্যান্ড। ম্যাচ ম্যাচান ৩৫ রান করে সাব্বিরের হাতে রিটার্ন ক্যাচ দিলে এই জুটি ভাঙে।
 
বিশ্বকাপে এটি বাংলাদেশ দলের চতুর্থ ম্যাচ হলেও নিউজিল্যান্ডের মাটিতে প্রথম। আজকের ম্যাচে মমিনুল হকের বদলে দলে নেওয়া হয়েছে নাসির হোসেনকে।

এমআর/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।