খাবার খুঁজতে ক্যাসিনোতে গিয়েছিলাম: সুজন
গভীর রাতে ক্যাসিনোতে যাওয়া নিয়ে ক’দিন ধরেই আলোচনা-সমালোচনায় বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। এ নিয়ে ক্রিকেট বোর্ডও রহস্যজনকভাবে রয়েছে চুপ। তবে শেষমেষ মুখ খুললেন সুজন।
তার দাবি, খাবারের অন্যসব রেস্টুরেন্ট খোলা না থাকায় সেখানে ঢুকেছিলেন তিনি।
সুজনের দাবি, শ্রীলঙ্কান ক্রিকেটার সুরঙ্গ লাকমালকে তিনি সেখানে ঢুকতে দেখেন। আর তাকে দেখেই ঢুকে পড়েন ক্যাসিনোতে, যেখানে জুয়ার আসরও বসে।
বাংলাদেশের একটি ইংরেজি দৈনিক পত্রিকা সুজনকে উদ্ধৃত করে জানায়, একই রাতে ক্যাসিনোতে ছিলেন শ্রীলঙ্কান ক্রিকেটার সুরঙ্গ লাকমাল। সেদিনের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন লাকমাল। তাকে দেখেই ক্যাসিনোতে ঢুকে পড়েছিলেন সুজন।
আত্মপক্ষ সমর্থন করে সুজন আরো বলেন, ‘ডিনার করতে আমি ক্যাসিনোর ফুড কোর্টে গিয়েছিলাম। আসলে ওই রাতে আর কোন খাবারের দোকান খোলা ছিল না। তাই ক্যাসিনোতেই আমাদের যেতে হয়। ফুড কোর্ট থেকে আমি লাকমলকে দেখে ক্যাসিনোতে ঢুকে পড়ি!’
পেসার আল আমিন ফেরত আসার সময় ম্যানেজার সুজন সাফ জানিয়ে দিয়েছিলেন, সবার জন্যই নিয়ম এক।
নিয়ম ভাঙ্গা হলে কাউকেই ছাড় দেয়া হবে না বলেও সেসময় হুঁশিয়ার করেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই ব্যাটসম্যান।
সুজন বলেন, ‘ক্যাসিনোতে থাকার সময়ই কেউ একজন আমার ছবি তোলে। আমার বন্ধু আমাকে সেটা জানিয়েছিল। তবে, সেটা নিয়ে আমি ঘাবড়ে যাইনি। আমি নিয়ম-কানুন জানি। এটাতে তেমন কোন সমস্যা হবে না।’
খাবারে দোকান খোলা না থাকার যুক্তি অবশ্য মানতে নারাজ অনেকেই। ক্রিকেট বোর্ডের নীরবতাও সৃষ্টি করেছে অনেক প্রশ্নের।
বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বিশ্বকাপ শেষে দল দেশে ফিরলে বিষয়টা খতিয়ে দেখা হবে।
এসআরজে