টি-টোয়েন্টি বলেই আত্মবিশ্বাসটা বেশি সাব্বিরের


প্রকাশিত: ০৪:৪৭ এএম, ০৯ ডিসেম্বর ২০১৬

সাব্বির রহমান বড় শট খেলতে পারেন। প্রমাণও করেছেন। দলও তার ওপর আস্থা রাখছে। আস্থার প্রতিদান দিয়ে চলেছেন রীতিমতো। টি-টোয়েন্টি হলে তো কথাই নেই। কারণ এই ফরম্যাটেই বেশি স্বাচ্ছন্দবোধ করেন ২৫ বছর বয়সী এই তারকা। টি-টোয়েন্টি বলেই আত্মবিশ্বাসটা বেশি পান সাব্বির।

 বিপিএলেও তার ব্যাট হেসেছে। যদিও খুব একটা ধারাবাহিক ছিল না। তবে জাত চেনাতে সক্ষম হয়েছেন। বরিশাল বুলসের বিপক্ষে ৬১ বলে ৯টি চারের সঙ্গে ৯টি ছক্কায় ১২২ রানের টর্নেডো ইনিংস খেলেছিলেন সাব্বির। এরপর খানিকটা ছন্দ পতন।

অবশেষে তার ব্যাট খুঁজে পেয়েছে ছন্দ, দ্বিতীয় কোয়ালিয়ার ম্যাচে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনার বিপক্ষে ৫২ বলে দুটি চার ও ১ ছক্কায় হার না মানা ৪৩ রানের ইনিংস খেলে দলকে ফাইনালের টিকিট পাইয়ে দিয়ে মাঠ ছেড়েছেন। রাজশাহী জয় পেয়েছে ৭ উইকেটে।

ফাইনালে নিজেকে মেলে ধরতে চাইবেন সাব্বির। তার আগে জানালেন, নিজের মতোই খেলে থাকেন তিনি। হোক না সেটা টি-টোয়েন্টি, ওয়ানডে কিংবা টেস্ট! বলেন, ‘একজন খেলোয়াড়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার মানসিকতা। কীভাবে সে আত্মবিশ্বাসী হতে পারে। নিজের ওপর বিশ্বাস রাখাটা জরুরি। আমি যখন টি-টোয়েন্টি খেলি, তখন আত্মবিশ্বাসটা বেড়ে যায়। কারণ এই ফরম্যাটটাকে আমি বেশি পছন্দ করি।’

বাংলাদেশ জাতীয় দলের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলেছেন। সেখানেও শট খেলেছেন। সাব্বিরের ভাষায়, ‘আমি দুটি টেস্ট ম্যাচ খেলেছি। সেখান থেকেও আত্মবিশ্বাস খুঁজেছি। আমি আমার মতো করেই খেলেছি। বড় তাড়া করেছি এবং শট খেলেছি।’

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।