দর্শক সমর্থন উল্টো চাপ হবে ঢাকার!


প্রকাশিত: ১২:৫৯ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৬

কথায় আছে দর্শকরাই খেলার মাঠের প্রাণ। এবং দর্শকদের সমর্থন একটি দলে দ্বাদশ খেলোয়াড় হিসেবে কাজ করে। কিন্তু কখনো কখনো দর্শকদের প্রত্যাশা পূরণ করতে গিয়ে কোনো কোনো দল পড়ে যায় উল্টো চাপে। এবার এমন শঙ্কাটাই করছেন ঢাকা ডায়নামাইটসের অন্যতম সেরা অলরাউন্ডার নাসির হোসেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে শুক্রবার রাজশাহী কিংসের মুখোমুখি হচ্ছে তারা। ঘরের মাঠে তাদের উৎসাহ দিতে বিপুল পরিমাণ সংখ্যক দর্শক মাঠে উপস্থিত থাকবে বলে বিশ্বাস করেন নাসির।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসির। এ সময় নিজের দলের দর্শকদের নিয়ে তিনি বলেন, ‘সমর্থন বেশি পেলে চাপও কাজ করবে। এটার ইতিবাচক দিক আছে তেমনি নেতিবাচক দিকও আছে। সব যদি ঢাকার সমর্থক হয় তাহলে চাপও কাজ করবে।’

সমর্থকদের পাশাপাশি ফাইনালের চাপও থাকবে বলে মনে করেন নাসির। তবে এ চাপটা দুই দলেই থাকবে বলে জানান তিনি। পাশাপাশি আরও একটি ভিন্ন চাপ কাজ করবে তাদের। কারণ এর আগে গ্রুপ পর্বে রাজশাহীর বিপক্ষে দুটি ম্যাচেই হেরেছে ঢাকা। তবে ফাইনালে এমন কোন চাপ অনুভব করবেন না বলে জানান নাসির।

‘অবশ্যই ফাইনাল ম্যাচ অনেক বড় ম্যাচ। চাপ আমাদেরও থাকবে, তাদেরও থাকবে। আমার মনে হয় না এমন কোনো চাপ আছে যে আমরা ওদের কাছে দুইটা হারছি। এমন কোনো কিছুই না। কাজ যেটা হচ্ছে সেটা গিয়ে পারফর্ম করা। ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হওয়া।’

এবারের আসরে কাগজে কলমে নিঃসন্দেহে সেরা দল গড়েছে ঢাকা। মাঠের পারফরম্যান্সও করেছে তারা সেরা দলের মত। সবার আগে সর্বোচ্চ জয় নিয়েই গ্রুপ পর্ব উতরে নকআউটপর্ব নিশ্চিত করেছে তারা। তবে তারুন্য নির্ভর দল গড়লেও খারাপ দল গড়েনি রাজশাহী। দলটির বিপক্ষে দুটি ম্যাচেই হেরেছে ঢাকা। তবে ফাইনাল ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন নাসির। যে দল ভুল কম করবে তাদেরই জয় হবে বলে মনে করেন এ অলরাউন্ডার।

‘আসলে কাগজে-কলমে বলে কথা না। আমাদেরকে মাঠে খেলতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। রাজশাহী খারাপ টিম না, ভালো টিম- কারণ তারা ভালো খেলছে। আমার মনে হয় ফাইনালে যারা কম ভুল করবে তাদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে বেশি।’

আরটি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।