বিশ্বকাপে সবচেয়ে বড় সংগ্রহ অস্ট্রেলিয়ার


প্রকাশিত: ১০:৫৫ এএম, ০৪ মার্চ ২০১৫

বিশ্বকাপে পুল ‘এ’তে নিজেদের চতুর্থ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ওয়ার্নারের শতকের উপর ভর করে ৬ উইকেটে ৪১৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া। এটিই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সবচেয়ে বড় সংগ্রহ। স্টিফেন স্মিথ ৯৫ ও ম্যাক্সওয়েল ৮৮ রান করেন।

শুরুতেই ফিঞ্চের উইকেট হারিয়ে ধাক্কা খায় অস্ট্রেলিয়া। দলীয় ১৪ রানে ব্যক্তিগত ৪ রান করে দৌলত জারদানের বলে আউট হন অসি এই ওপেনার। এরপর স্মিথকে নিয়ে ২৬০ রানের জুটি গড়ে ওয়ার্নার।

আফগানিস্তানের পক্ষে দৌলত জারদান ও শাপুর জারদান দুটি করে উইকেট লাভ করেন। এছাড়া হামিদ হাসান ও নওরোজ মঙ্গল একটি করে উইকেট নেন।

অস্ট্রেলিয়া দল : ইকেল ক্লার্ক (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, ব্রাড হাডিন, জোস হ্যাজেলউড, মিচেল জনসন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, জেমস ফকনার।

আফগানিস্তান দল : মোহাম্মদ নবী, নওরোজ মঙ্গল, আসঘার স্তানিকজাই, সলিমুল্লা শেনওয়ারি, আফসার জাজাই, নাজিবুল্লাহ জারদান, হামিদ হাসান, শাপুর জারদান, দৌলাত জারদান, জাভেদ আহমাদি এবং উসমান গনি।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।