বড় সংগ্রহের দিকে অস্ট্রেলিয়া
পুল ‘এ’তে নিজেদের চতুর্থ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ওয়ার্নারের সেঞ্চুরির উপর ভর করে বড় সংগ্রহর দিকে যাচ্ছে অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৭ ওভার শেষে ১ উইকেট হারিয়ে অসিদের সংগ্রহ ২৭৪ রান। ওয়ার্নার ১৭৮ আর স্মিথ ৭০ রান নিয়ে ব্যাট করছে।
এর আগে ব্যাট করতে শুরুতেই ফিঞ্ছের উইকেট হারিয়ে ধাক্কা খায় অস্ট্রেলিয়া। দলীয় ১৪ রানে ব্যক্তিগত ৪ রান করে দৌলত জারদানের বলে আউট হন অসি এই ওপেনার। এরপর স্মিথকে নিয়ে ২৬০ রানের জুটি গড়ে ওয়ার্নার।
অস্ট্রেলিয়া দল:
মাইকেল ক্লার্ক (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, ব্রাড হাডিন, জোস হ্যাজেলউড, মিচেল জনসন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, জেমস ফকনার।
আফগানিস্তান দল:
মোহাম্মদ নবী, নওরোজ মঙ্গল, আসঘার স্তানিকজাই, সলিমুল্লা শেনওয়ারি, আফসার জাজাই, নাজিবুল্লাহ জারদান, হামিদ হাসান,শাপুর জারদান, দৌলাত জারদান, জাভেদ আহমাদি এবং উসমান গনি।
এমআর/আরআই