পাকিস্তানের সংগ্রহ ৩৩৯


প্রকাশিত: ০৫:০২ এএম, ০৪ মার্চ ২০১৫

নিজেদের চতুর্থ ম্যাচে এসে চেনা রুপে ফিরলো পাকিস্তান। নেপিয়ারের ম্যাকলিন পার্কে আরব আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে ব্যাটসম্যানদের দৃঢ়তায় নির্ধারিত ৫০ ওভার ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রান সংগ্রহ করেছে তারা।

এর আগে নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আরব আমিরাতের অধিনায়ক মোহম্মদ তৌকির। চতুর্থ ওভারে ওপেনার নাসির জামশেদের উইকেট তুলে নিয়ে এ সিদ্ধান্তের যথার্থতাও প্রমাণ করেছিলেন আমিরাতের পেসার মনজুলা গুরুগে। কিন্তু এর পর দীর্ঘ সময় শুধু হতাশই হতে হয়েছে আমিরাতকে।

দ্বিতীয় উইকেটে ১৬০ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান পাকিস্তানের আরেক ওপেনার আহমেদ শেহজাদ ও হারিস সোহেল। ৩৩তম ওভারে এই জুটি ভেঙে আমিরাত শিবিরে স্বস্তি ফেরান মোহম্মদ নাভিদ। ৭০ রান করে ফিরে যান সোহেল। এক ওভার পর শেহজাদও রানআউটের ফাঁদে পড়েন। মাত্র ৭ রানের জন্য ক্যারিয়ারের সপ্তম ওয়ানডে সেঞ্চুরির দেখা পাননি ডানহাতি এই ব্যাটসম্যান। শেষ দিকে মিসবাহ ৪৯ বলে ৬৫ আর আফ্রিদি ৭ বলে ২১ করলে আরব আমিরাতের সামনে ৩৪০ রানের টার্গেট দেয় পাকিস্তান। আমিরাতের পক্ষে মনজুলা গুরুগে নেন ৪ উইকেট।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।