টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান
নিউজিল্যান্ডের নেপিয়ারে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাট করছে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ ওভার শেষে ১ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৮০ রান। হারিস সোহাইল ৩৬ আর আহমেদ শেহজাদ ৩৫ রান নিয়ে ব্যাট করছে। দলীয় ১০ রানের মাথায় ব্যক্তিগত ৪ রান করে এএম গুরুজের বলে আউট হয়েছেন ওপেনার নাসির জামশেদ।
পাকিস্তান দল :
আহমেদ শেহজাদ,নাসির জামশেদ,হারিস সোহাইল,মিসবাহ-উল-হক,শোয়াইব মাকসুদ, উমর আকমল,শহীদ আফ্রিদি,ওয়াহাব রিয়াজ,সোহাইল খান,রাহাত আলী ও মোহাম্মদ ইরফান।
সংযুক্ত আরব আমিরাত দল :
আমজাদ আলী,এ আর বেরেঙ্গার,কৃষ্ণ চন্দ্রন,খুররম খান,শায়মান আনোয়ার, এসপি পাতিল,রোহান মোস্তফা,আমজাদ জাভেদ,মোহাম্মদ নাভিদ,মোহাম্মদ তৌকির ও এএম গুরুজ।
এমআর /এমএস