বাংলাদেশকে দ্বিতীয় বাড়ি মনে করেন আফ্রিদি


প্রকাশিত: ০৬:২৬ এএম, ০৭ ডিসেম্বর ২০১৬

চলতি আসরে বিপিএলে শহিদ আফ্রিদি খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে না পারলেও বল হাতে ছিলেন দারুণ ছন্দে। ১৭ উইকেট নিয়ে গ্রুপ পর্বে ছিলেন তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। তবে দলকে শেষ চারে তুলতে ব্যর্থ হন পাকিস্তানি এই তারকা।

এবার বিপিএলে খেলতে এসে বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশকে নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে অ্যাখ্যায়িত করলেন পাকিস্তানের এই তারকা। বাংলাদেশে খেলতে আসার অভিজ্ঞতা সম্পর্কে আফ্রিদি বলেন, `যখনই আমি বাংলাদেশে খেলতে আসি, এদেশের সমর্থকদের অনেক ভালোবাসা ও সমর্থন পাই। বর্তমান ব্যাট হাতে আমার সময় ভালো যাচ্ছে না, তারপরেও প্রতি ম্যাচে বাংলাদেশের মানুষ আমাকে যেভাবে সমর্থন দিয়েছে তাতে আমি মুগ্ধ। বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি মনে হয়। আমি আবারো বাংলাদেশে আসতে চাই।`

এদিকে নতুন ক্রিকেটারদের সম্পর্কে এই পাকিস্তানি এই তারকা বলেন, `অনেক তরুণ বিপিএল থেকে উঠে আসবে। বিশেষভাবে আমি মিথুনের নাম বলতে চাই। আমি মনে করি, খুব শীঘ্রই সে আবার জাতীয় দলে সুযোগ পাবে।`

এমআর/জেআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।