সাকিবের জরিমানা


প্রকাশিত: ০৪:২৫ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর রাউন্ডের ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে জরিমানার কবলে পড়েছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। আম্পায়ারদের সঙ্গে অশালীন আচরণ করার কারণে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে এ অলরাউন্ডারকে।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনার ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে আন্দ্রে ফ্লেচারের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন ঢাকা ডায়নামাইটসের পেসার আবু জায়েদ রাহি। আম্পায়ার খালেদ মাহমুদ সাড়া না দেয়ায় ক্ষেপে যান বোলার রাহি। এ সময় আম্পায়ারের দিকে তেড়ে যান সাকিব।

আম্পায়ারের কাছে আউট না দেয়ার জবাবদিহি করেন সাকিব। এ নিয়ে তর্কও করেন তারা। ভিডিও ফুটেজে দেখা যায় আম্পায়ারকে আঙুল তুলে গালাগাল করেন সাকিব। তার সঙ্গে কম যাননি রাহিও।

তবে এর জন্য তেমন বড় কোনো শাস্তির মুখে পড়তে হয়নি ঢাকা অধিনায়ককে। এছাড়া রাহিকেও কোনো ধরনের শাস্তি দেয়া হয়নি। মাঠে আম্পায়ারকে স্যরি বলায় পার পেয়ে যান তিনি। জানা গেছে, তাদের বিপক্ষে আম্পায়াররা কোনো রকমের নোটিশই করেননি।

আরটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।