নিজেদের সেরাটা খেলতে চাই : সাকিব


প্রকাশিত: ০২:৪২ পিএম, ০৩ মার্চ ২০১৫

বাংলাদেশের শক্তি-দুর্বলতা সম্পর্কে ধারণা নিতে সাবিক-মুশফিকদের সাবেক কোচ শেন জার্গেনসেনকে মাত্র এক ম্যাচের জন্য পরামর্শক হিসেবে নিয়েছে স্কটল্যান্ড। তবে জার্গেনসেনের ‘শত্রু-শিবিরে’ যোগদান নিয়ে খুব বেশি ভাবছেন না সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা এ  অলরাউন্ডারের বিশ্বাস, শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচের ভুল-ত্রুটি শুধরে নিজেদের সেরাটা ঢেলে দিতে পারলে স্কটিশদের হারাতে কোন সমস্যা হবে না।

মঙ্গলবার নেলসনের স্যাক্সটন ওভালে বাংলাদেশ দলের অনুশীলনের ফাঁকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বলেন, আসলে ওরা কী করবে তা নিয়ে বেশি না ভেবে আমরা কী করতে পারি সেটার দিকেই মনোযোগ দিচ্ছি। আমাদের শক্তি কোথায়, এর আগে আমরা কী-কী ভুল করেছি, কোন-কোন জায়গায় আরও উন্নতি করতে হবে সেসব দিকে মনোযোগ দিচ্ছি আমরা। নিজেদের সেরাটা খেলতে পারলে অবশ্যই আমাদের পক্ষে জেতা সম্ভব।

স্কটল্যান্ডের কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন বাংলাদেশের স্পিনারদের নিয়ে বেশ চিন্তিত। সাকিবের অবশ্য ধারণা, নেলসনের উইকেটে স্পিনারদের জন্য তেমন কিছু নেই, এখানে স্পিনাররা খুব বেশি সুবিধা পাবে কি না তা নিয়ে সংশয় আছে। সুবিধা পেলে আমাদের স্পিনাররা তা কাজে লাগাতে পারবে। অবশ্য আমরা যে দুটি ম্যাচ খেলেছি সে দুটিতে স্পিনাররা উইকেট থেকে তেমন সহায়তা পায়নি। আমার মনে হয় এখানে ফাস্ট বোলারদের দায়িত্বই বেশি।

উল্লেখ্য, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য স্কটল্যান্ডকে হারাতেই হবে বাংলাদেশকে। এরপর ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের যেকোনো একটি দলকে হারাতে পারলে শেষ আটের টিকিট পেয়ে যাবে মাশরাফিরা।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।