অধিনায়ক হয়েই ইংল্যান্ড দলে ফিরলেন মরগান


প্রকাশিত: ০৭:২৫ এএম, ০৬ ডিসেম্বর ২০১৬

ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টিকে সামনে রেখে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। আর ঘোষিত এই দলে অধিনায়ক হয়েই দলে ফিরেছেন এউইন মরগান। এছাড়া বাংলাদেশ সিরিজে নাম প্রত্যাহার করে নেওয়া ওপেনার অ্যালেক্স হেলসও জায়গা পেয়েছেন এ দলে।

এর আগে নিরাপত্তার অজুহাতে অক্টোবরের বাংলাদেশ সফরে আসতে অস্বীকৃতি জানিয়েছিল মরগান। ইংল্যান্ড ওয়ানডে অধিনায়কের সেই সিদ্ধান্ত ছিল যথেষ্ট বিতর্কিত। ব্রিটিশ মিডিয়াও ছোট সংস্করণের অধিনায়কের এমন সিদ্ধান্তে ছুড়েছিল সমালোচনার তির। সমালোচনার মুখোমুখি হয়েছিল হেলসও। ভবিষ্যতে ইংল্যান্ড দলে তাদের জায়গা পেতেও সমস্যা হবে বলে মতামত ব্যক্ত করেছিলেন অনেকেই। তবে ভারত সফরের দলে অবশ্য জায়গা পেতে কোনো সমস্যা হয়নি মরগান-হেলসদের।

তবে দল থেকে বাদ পড়েছেন বেন ডাকেট। গত বাংলাদেশ সিরিজে তিন ম্যাচের ওয়ানডেতে দুটি হাফসেঞ্চুরি করেছিলেন ডাকেট। কিন্তু ইংলিশদের শেষ ১২ ওয়ানডের মধ্যে নয়টিতে জেতা দলটিকেই নির্বাচকদের পছন্দ হয়েছে।

ওয়ানডে দল
ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, জস বাটলার, লিয়াম ডসন, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস।

টি-টোয়েন্টি দল
ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জ্যাক বল, স্যাম বিলিংস, জস বাটলার, লিয়াম ডসন, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, তামিল মিলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।