ওয়েস্ট ইন্ডিজে সেরাটা দিতে চান মুশফিকরা


প্রকাশিত: ০৮:২৬ এএম, ১১ আগস্ট ২০১৪

তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-টোয়ন্টি ম্যাচ খেলতে বুধবার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ সফরের বিভিন্ন বিষয় নিয়ে রোববার সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজে নিজেদের সেরাটা খেলতে চান তারা।

তবে মুশফিক স্বীকার করেছেন ওয়েস্ট ইন্ডিজের মাটিকে তাদেরকে হারানোটা সহজ হবে না, ‘কঠিনতো সবকিছুই। আমার মনে হয় ক্রিকেট কোনো সহজ খেলা নয়। প্রতিটি সিরিজেই আমাদের প্রতিদ্বন্দ্বতামূলক ক্রিকেট খেলার। ভাল খেললে যে কোন ফরম্যাটেই হোক না কেনও জেতা সম্ভব। প্রতিন্দ্বন্দ্বতামূলক ক্রিকেট না খেললে কোন ফরম্যাটেই জোত সম্ভব নয়। আমাদের সঙ্গে সবকিছু যদি ঠিক মতো হয় তাহলে আমরা ভাল করতে পারবো। অনেকগুল ম্যাচ জেতার সুযোগ রয়েছে। আর ওয়েস্ট ইন্ডিজেও খুব একটা ভাল সময় যাচ্ছে সেটা বলব না। কারন শেষ সিরিজে ওরা নিউজিল্যান্ডের সঙ্গে হেরেছে। মানসিক ভাবে ওরাও হতাশ। আমাদের লক্ষ্য সেরা খেলাটা খেলার।’

এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার তার পুনরাবৃত্তি ঘটবে কিনা জানতে চাইলে টেস্টে দ্বিশতক হাঁকানো একমাত্র বাংলাদেশি ক্রিকেটার বলেন, ‘একটা ভাল অবস্থান থাকলে সেটা দলের জন্য ভাল কাজ করে। সে সময় দলের মধ্যে একটা স্পিরিট ছিল। এছাড়া আমরা ভাল ক্রিকেটও খেলেছিলাম তাই জিতেছি। কিন্তু এবার ওদের দলটা আগের চেয়ে শক্তিশালী। গত এক দেড় বছর আমরা যেমনটি খেলছিলাম তেমনটি এই বছর খেলতে পারছি না। যেনও জয়ে ফিরতে পারি সেই চেষ্টাই করব।’

এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার যাচ্ছেন। এই তরুণদের উন্নতির ব্যাপারে মুশফিক বলেন, ‘প্রগ্রেসতো অবশ্যই ভাল। বিজয়-আল আমিন-তাসকিন সবাই নতুন হিসেবে ভাল খেলছে। তাদের জন্য শুভকামনা থাকল। তাদের জন্য এটা বড় একটা সুযোগ। দলে বেশকিছু ভাল ব্যাটসম্যান আছে; আমাদের বোলারদের সুযোগ থাকবে। সেই দিক থেকে বলব সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট থাকছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।