নিউজিল্যান্ড সফরে যেতেও পারেন সুজন


প্রকাশিত: ০৫:২৩ এএম, ০৬ ডিসেম্বর ২০১৬

চলতি মাসের শেষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ। আগেই জানা যায় ব্যক্তিগত সমস্যার এ সফরে টাইগারদের সঙ্গে যেতে পারছেন না দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তবে জাগো নিউজের সঙ্গে আলাপকালে সুজন জানান ওয়ানডে সিরিজে দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি।  

বাংলাদেশ দলের সাম্প্রতিক সাফল্যে কোচ-অধিনায়কের যেমন অবদান তেমনি দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের অবদানও কম নয়। দলের খেলোয়াড়দের বাড়তি প্রেরণা দিতে জুড়ি নেই এ সাবেক ক্রিকেটারের। তবে ডায়বেটিক সমস্যার কারণে নিউজিল্যান্ড  সফর থেকে নিজেকে সরিয়ে নেন সুজন। তবে শারীরিক অবস্থা এখন একটু ভালো হওয়ার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেসন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের বিশেষ অনুরোধে ওয়ানডে সিরিজের আগে দলের সঙ্গে যোগ দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ পর্যন্ত দলের সঙ্গে থাকবেন।

এ নিয়ে জাগো নিউজকে বলেন, `আমাদের সামনে ভারত ও শ্রীলংকার বিপক্ষে সিরিজ রয়েছে। এছাড়া ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচও আছে। তাই এ সিরিজে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে আকরাম ভাইয়ের অনুরোধে ও এখন একটু সুস্থবোধ করায় ৭/৮ দিনের জন্য যেতে পারি।`

এখন প্রশ্ন উঠতে পারে, সুজন যাবেন না বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেসন্স কমিটির চেয়ারম্যান আরেক সাবেক ক্রিকেটার সাব্বির খানকে দলের ম্যানেজার করে নিউজিল্যান্ড সফরে পাঠাচ্ছেন। তাহলে সুজন গেলে কি পরিচয়ে দলের সঙ্গে থাকবেন?

এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেলো, সাব্বির খানকে লজিস্টিক ম্যানেজার করে দলের সঙ্গে পাঠানো হচ্ছে। পুরো ম্যানেজার নয়। তাই সুজনের পদ খালিই আছে। তিনি নিউজিল্যান্ড সফরে গেলে ম্যানেজার হিসেবেই দলের সঙ্গে থাকবেন।  

উল্লেখ্য, নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে ইনজুরিতে পড়া মোহাম্মদ শহীদের পরিবর্তে রুবেল হোসেনকে নিয়ে নতুন করে ২২ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।