ঢাকার হয়ে কাল মাঠে নামবেন কোন চার বিদেশি?


প্রকাশিত: ০৪:১৪ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৬

সোমবার সাকিব বাহিনীর বড় অংশ যখন শেরেবাংলার সবুজ গালিচায়, একই সময় পাশের ইনডোরে অপর দুই বিদেশি এভিন লুইস ও আন্দ্রে রাসেলকে নিয়ে নেটে কোচ খালেদ মাহমুদ সুজন। সাথে জাতীয় দলের কম্পিউটার এ্যানালিস্ট নাসির আহমেদ নাসু।
 
এক ঝাঁক নেট বোলার একটানা প্রায় ঘণ্টাখানেক বোলিং করলেন ঐ দুই ক্যারিবিয়ানকে। কুমারা সাঙ্গাকারা, ডোয়াইন ব্রাভো, রবি বোপারা ও সেকুগে প্রসন্ন- এই চার বিদেশিই বেশীর ভাগ ম্যাচ খেলেছেন। তাদের সাথে মারকুটে টপঅর্ডার এভিন লুইস ও অলরাউন্ডার আন্দ্রে রাসেল। মোট ছয় জন বিদেশি। এর চারজন খেলবেন। এটাই নিয়ম।

দলে যে কয়জন বিদেশি থাকুক না কেন, চার জনের বেশি খেলানোর উপায় নেই। এখন কোন চারজন খেলবেন আগামীকাল খুলনার বিপক্ষে? কোচ খালেদ মাহমুদ সুজনই খানিক দ্বিধায়: কাকে রেখে কাকে খেলাবেন? সোমবার সন্ধ্যা পর্যন্ত ঠিক হয়নি।
 
সূর্য্য ডোবার ঠিক আগে শেরেবাংলায় দাঁড়িয়ে এ প্রতিবেদকের সাথে আলাপেও পরিষ্কার করে জানাতে পারেননি। নিজ দলের পারফরম্যান্সেই সন্তুষ্ট খালেদ মাহমুদ। টিম স্পিরিট এবং দেশি ও বিদেশি ক্রিকেটারদের মেলবন্ধনেও যারপরনাই খুশি।

যেচেই একটা তথ্য জানালেন। তার মুখ থেকেই শোনা যাক- ‘ কি করবো বুঝে উঠতে পারছি না? কোন চারজনকে খেলাবো এখনো ঠিক হয়নি। ভাবছি। দেখা ডাক কম্বিনেশনটা কেমন দাঁড়ায়?’ এটুকুই শেষ নয়। আরও আছে। খালেদ মাহমুদের কথার শেষাংশের সারমর্ম হলো, কুমারা সাঙ্গাকারাকে নিয়েই খানিক দ্বিধা।
 
দুই ওয়েস্ট ইন্ডিয়ান ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেল অটেমেটিক চয়েজ। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে দারুণ কার্যকর ডোয়াইন ব্রাভো। ১৭ উইকেট নিয়ে উইকেট শিকারে শহিদ আফ্রিদির সাথে যৌথভাবে দ্বিতীয় স্থানে। অথচ এই লঙ্কান গ্রেট আগের ১১ খেলায় দুই ফিফটিসহ ৩২৬ রান করে রান তোলায় সাত নম্বরে।
 
ইনজুরির কারণে দেশে ফিরে গিয়ে আবার ফিরে আসা আন্দ্রে রাসেলও এক ম্যাচে ঝড়ের গতিতে ৩১ রানের এক ইনিংস সাজিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন। আরেক ক্যারিবিয়ান এভিন লুইস একটি মাত্র ম্যাচে খেলেই মাঠ গরম করে ফেলেছেন। মাত্র ৩৪ বলে ৮ ছক্কায় ৭৫ রানের হার না মানা ইনিংস আছে তার রংপুরের বিপক্ষে। এর বাইরে সেকুগে প্রসন্ন ও রবি বোপারা যখনই সুযোগ পেয়েছেন কিছু না কিছু অবদান রেখেছেন। এদের দুজনার বোলিংটাও আছে।

রবি বোপারার বুদ্ধিদীপ্ত স্লো-মিডিয়াম আর লঙ্কান সেকুগের লেগস্পিন স্পিনটাও মন্দ নয়। এরই মধ্যে নয় ম্যাচ খেলে ফেলেছেন এ লঙ্কান। এর মধ্যে চারজনকে বেছে নেয়া সত্যিই কঠিন। তবে সম্ভাবত কাল কোয়ালিফায়ার ম্যাচে জায়গা পাচ্ছেন না।  ঢাকা কোচ খালেদ মাহমুদ সুজনের কথা শুনে মনে হচ্ছে শেষ পর্যন্ত কুমারা সাঙ্গাকারা, এভিন লুইস, ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেলকে নিয়েই মাঠে নামবে সাকিবের দল।

এআরবি/এনইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।