শুরুতেই বিপর্যয়ে আয়ারল্যান্ড


প্রকাশিত: ০৯:০০ এএম, ০৩ মার্চ ২০১৫

দক্ষিণ আফ্রিকার দেওয়া ৪১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছে আয়ারল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ ওভার শেষে ৫ উইকেটে ৮১ রান সংগ্রহ করেছে আইরিশরা। দক্ষিণ আফ্রিকার পক্ষে অ্যাবোট ৩টি আর স্টেইন নিয়েছেন ২ উইকেট।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে হাশিম আমলা ও ফাফ ডু প্লেসির শতকের উপর ভর করে ৪১১ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলা ১৫৯ আর ফাফ ডু প্লেসি ১০৯ রান করে আউট হন।

ক্যানবেরার মানুকা ওভালে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই ব্যক্তিগত ১ রান করা ডি ককের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে দ্বিতীয় উইকেটে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ২৪৭ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহর দিকে নিয়ে যায় আমলা ও ডু প্লেসিস। শেষ দিকে রিলি রুসো ৩০ বলে ৬১ আর মিলার ২৩ বলে ৪৬ রান করলে আয়ারল্যান্ডের সামনে ৪১২ রানের লক্ষ্য দাঁড়ায়। অধিনায়ক ডি ভিলিয়ার্স করেন ৯ বলে ২৪ রান। আয়ারল্যান্ডের পক্ষে অ্যান্ডি ম্যাকব্রাইন নেন ২ উইকেট।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।