পেসারদের বাড়তি দায়িত্ব নিতে হবে: সাকিব


প্রকাশিত: ০৭:১৪ এএম, ০৩ মার্চ ২০১৫

আগের ভুল শুধরে স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের আশা করছেন টাইগাররা। অনুশীলন শেষে গণমাধ্যমের কাছে এমটাই বলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই সঙ্গে স্পিনারদের পাশাপাশি দলের পেসারদেরও আরো দায়িত্বশীল হবার তাগিদ দেন তিনি।

সাকিব আল হাসান বলেন, `আগের ম্যাচে কি ভুল করেছিলাম তা নিয়েই আমরা এখন কাজ করছি, চেষ্টা করছি সেসব জায়গা ঠিক করে নিতে। আমার মনে হয়, আমরা যদি আমাদের ক্রিকেটটা খেলতে পারি তাহলেই হবে, এর চেয়ে বেশি কিছু ভাবার বা করার প্রয়োজন নেই।`

সাকিব বলেন, `আমরা সবাই পরিপূর্ণ ফিট আছি এবং মনোবলও ভালো আছে সবার। এখন শুধু মাঠে এগুলো প্রয়োগ করতে হবে। আগের ম্যাচের ফিল্ডিং নিয়ে এখন আর ভাবছিনা। কোন ম্যাচে খারাপ হতেই পারে, এটা ক্রিকেটের একটা অংশ। আমাদের উচিত ভুলগুলো যাতে আর না হয়, সেটা খেয়াল রাখা।`

দলের বোলিং নিয়ে বলেন সাকিব, `আমরা যে দু`টো ম্যাচ খেলেছি তাতে স্পিনাররা কোন সুবিধাই পায়নি। তাই দায়িত্বটা নিতে হবে মূলত পেসারদের।`

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।