ফিল্ডিংয়ে বাড়তি গুরুত্ব বাংলাদেশের


প্রকাশিত: ০৫:২৬ এএম, ০৩ মার্চ ২০১৫

কোয়ার্টার ফাইনালে খেলার লক্ষ্য পূরণে স্কটিশদের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। ম্যাচের ভেন্যু নিউজিল্যান্ডের নেলসনে পৌঁছানোর পর তাই ফিল্ডিংকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন ক্রিকেটাররা।

শ্রীলঙ্কার বিপক্ষে বেশ কয়েকটি ক্যাচ-স্টাম্পিং-রান আউট মিসের খেসারত দিয়ে ম্যাচটা হারতে হয়েছে ৯২ রানের বড় ব্যবধানে। তবে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ রিচার্ড হালসাল অবশ্য একটা ম্যাচের পারফরম্যান্স দিয়ে সব কিছু বিচার করতে রাজি নন। এ সমপর্কে তিনি বলেন, ‘একটা ম্যাচে ক্যাচ, রান আউট বা ফিল্ডিং মিস কোনো ব্যাপার নয়। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের শরীরী ভাষায়। মনোযোগে ঘাটতি থাকলে এমন হয়।

তবে আমরা এ নিয়ে কাজ করছি। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার জন্য ছেলেরা মুখিয়ে আছে।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।